The Most Researched Script of March 7 Speech by Bangabandhu
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ - ইতিহাসের কাছে আমাদের দায়বদ্ধতা
মোহাম্মদ মাহবুবুর রহমান (জালাল)
রায়হান জামিল
শুরুর কথা
সংবিধানে অসম্পূর্ণতা Constitution's Version: Highlighting the need
PDF of Bangabandhu's March 7 Speech as Researched by CBGR1971
The English text of the March 7 speech
শুরুর কথা
বাঙ্গালির ইতিহাসে, এবং সমগ্র মানব জাতির ইতিহাসে যেই কয়টি ভাষণ চির স্মরণীয় হয়ে থাকবে, তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ই মার্চের (১৯৭১) ভাষণটি অন্যতম। দীর্ঘ ৪৩ বছর পর আজও তাঁর সেই বজ্রকন্ঠ এবং বক্তব্য বাঙ্গালির দেহ-মনে শিহরণ জাগিয়ে তোলে। আজও আমরা যখন শুনি “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম” আমাদের মনে হয় যুদ্ধে যাবার ডাক দিচ্ছেন বঙ্গবন্ধু। যখন শুনি, “সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না,” তখন মনে হয় বাঙ্গালি এক হলে আমাদের অসাধ্য কিছুই নেই।
দুঃখজনক হলেও এটা সত্যি যে এই অমূল্য ভাষণের কোন একক সঠিক সংস্করণ নেই। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময়ে ৭ই মার্চের ভাষণের কথাগুলো এসেছে ঠিকই, কিন্তু সেই প্রকাশনাগুলো সামনে নিয়ে বসলে খুব সহজেই তাদের মধ্যে বেশ কিছু তফাৎ চোখে পড়বে। যেহেতু সরকারি ভাবে এই ভাষণের কথাগুলো সংরক্ষণ করা হয়নি, তাই বিভিন্ন প্রতিলিপি (transcription) সহজেই চোখে পড়ে।
কিন্তু সমস্যাটি গভীর হয় যখন সরকার ইতিহাসের অংশ হিসাবে এই ভাষণটিকে আমাদের পবিত্র সংবিধানে সংযুক্ত করে। সেই প্রতিলিপিতে আমরা বেশ কিছু অসাবধানতা বা উপেক্ষা করা লক্ষ্য করি। এমন কি তৎকালীন তথ্য মন্ত্রণালয়, বর্তমানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, থেকে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলেও এরকম দেখা যায়। আমাদের মনে হয়, ইতিহাসের অংশ হিসাবে এবং আমাদের সংবিধানের অংশ হিসাবে এমন গুরুত্বপূর্ণ মাধ্যমে কোন প্রকার ভুল থাকা কাম্য নয়। সেই উপলব্ধি থেকে আমরা আমাদের এই গবেষণা শুরু করি - যে এই ভাষণের একটি যথাসম্ভব শুদ্ধ প্রতিলিপি তৈরি করা যেটা ভবিষ্যৎ প্রজন্ম প্রয়োজনে ব্যবহার এবং সংরক্ষণ করতে পারবে। এমন একটি প্রতিলিপি তৈরি করা, যেটা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবে। কাজটি আমরা গ্রহণ করি ব্যক্তিগত এবং জাতীয় দায়বদ্ধতা থেকে, এবং শুরু করি একটি গবেষণামূলক দৃষ্টিভঙ্গি থেকে।
প্রথমেই আমরা ৭ই মার্চের ভাষণের যতগুলো ভিডিও জোগাড় করা গিয়েছে, সব গুলো নিয়ে বসে যাচাই বাছাই শুরু করি। ভিডিও ছাড়াও অনেক পুরনো কিছু অডিও রেকর্ডিংও আমরা যোগাড় করতে সক্ষম হই এই ভাষণের, এবং সবগুলো আমরা তুলনা করে, দেখে এবং শুনে, মেলানো শুরু করি। এই সবগুলো তুলনা করে আমাদের মনে হয়েছে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধিনস্ত, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (Department of Films and Publications, Ministry of Information, Government of the People’s Republic of Bangladesh) সংরক্ষিত ভিডিওটি-ই সব চাইতে নির্ভরযোগ্য। এখানে বঙ্গবন্ধু ভাষণ দিতে মঞ্চে ওঠার আগের কিছু দৃশ্য এবং ভাষণ শেষ হবার পরের কিছু মুহূর্তও সংরক্ষিত আছে। সুতরাং আমরা এই ভিডিওটা নিয়েই কাজ শুরু করি।
আমরা দুজন ঠিক কি কি করে শেষ পর্যন্ত এই খসড়া দাঁড় করিয়েছি, সেই বিষয়ে বিস্তারিত আরেকটি লেখাতে জানাবো আশা রাখছি। গুরুত্বপূর্ণ কিছু জিনিষ উল্লেখ করে এই “শুরুর কথা” শেষ করছি আজকে।
• আমাদের প্রতিলিপি তৈরি করতে আমরা অডিও, ভিডিও, এবং প্রকাশিত লেখার সাহায্য নিয়েছি।
• আমরা দুজনে স্বাধীনভাবে নিজেদের প্রাথমিক খসড়া দাঁড় করিয়েছি এবং তারপর আলোচনা করেছি।
• বঙ্গবন্ধুর উচ্চারণ এবং বাচনভঙ্গি যতটুকু পেরেছি ব্যবহার করেছি। ওই ভাবেই ভাষণটি লেখা হয়েছে এখানে। বিস্তারিত পরের লেখাতে আপনারা পাবেন ফুটনোট আকারে।
• যতটুকু পারা গিয়েছে, উচ্চারিত শব্দের সঙ্গে উনার ঠোঁট মেলানোর চেষ্টা করা হয়েছে।
• আমাদের দুজনের মতৈক্য হবার পর, আমরা সমাজের বিভিন্ন স্তরের কিছু মানুষের গুরুত্বপূর্ণ মতামত নিয়েছি আমাদের খসড়ার ওপর, এবং তাদের মূল্যবান মতামত সংযোজন করেছি। তাঁদের অনুমতিক্রমেই তাঁদের নাম প্রকাশ করছি নিচে।
আমরা বুকে হাত রেখে বলতে পারবো না যে আমাদের করা এই কাজটাই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ওপর করা একদম সঠিক প্রতিলিপি। তবে আমরা নির্দ্বিধায় বলতে পারবো যে আজ পর্যন্ত যত কাজ হয়েছে এর ওপরে, তার মধ্যে এটা সব চাইতে বিস্তারিত এবং গবেষণা প্রসূত। আমাদের পরবর্তী লেখাতে আরো অনেক খুঁটিনাটি আমরা জানাতে পারবো ইন শা আল্লাহ্।
আমরা আশা করি ভবিষ্যতে এটা নিয়ে আরো কাজ হবে এবং তখন আমাদের এই প্রচেষ্টাটুকু গবেষণাকারীদের কাজে লাগবে।
জালাল / রায়হান
cbgr1971.org
ডালাস, যুক্তরাষ্ট্র
৭ই মার্চ, ২০১৪।।
কৃতজ্ঞতাঃ
সালমিন সুলতানা, শাহরিয়ার মামুন, ডঃ মেহরাজ জাহান, ডঃ হাবিবুল হক খোন্দকার, হাসান মাহমুদ, মেহদি সাত্তার, ডঃ ফারুক শামসুজ্জামান, ও মাসুদা আক্তার।
PDF of Bangabandhu's March 7 Speech as Researched by CBGR1971
The video of the speech: